তুরস্ককে আবার আমেরিকার হুমকি

0
99

ওয়েবডেস্কঃ-

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নাওয়ার্ট এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র চায় না কোনো মার্কিন মিত্র দেশ রুশ এস-৪০০ কিনুক। এ ধরনের যেকোনো উদ্যোগের বিরোধিতা করবে ওয়াশিংটন।

এর আগে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট জানিয়েছিল, ন্যাটোভুক্ত দেশ তুরস্ককে আগামী বছর থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ শুরু হবে।

অবশ্য মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করেই এস-৪০০ কেনার দিকেই এগোচ্ছে তুরস্ক। এ বিষয়ে তারা কারুর কোনো সতর্কতা শুনবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ কিনতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সই করে তুরস্ক। এ বিষয়ে আঙ্কারাকে বার বার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here