দিদা চাইতেন আমি ডাক্তার হইঃ ঊষসী রায়

0
424

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Usashi Ray | newsfront.co

খবরটা নতুন নয়, ৬ জুলাই জি বাংলায় আসছে ধারাবাহিক ‘কাদম্বিনী’। আবার এ কথাও নতুন নয় যে সেই চরিত্রে দেখা যাবে ঊষসী রায়কে।

actor actress | newwsfront.co

নতুন কথা যেটা সেটা হল, ঊষসীর দিদা চাইতেন আদরের নাতনি ডাক্তার হোক। কিন্তু সেই চাওয়াকে বুকে চেপেই ঊষসীর যখন আড়াই বছর বয়স তখন তাঁর দিদা ইহলোক ত্যাগ করেন।

Kadambini | newsfront.co

দিদার সেদিনের সেই চাওয়া বাস্তবের পাওয়ায় পরিণত না হলেও অন্ততপক্ষে অনস্ক্রিনে তা ঘটতে চলেছে বলে ডাঃ কাদম্বিনী গাঙ্গুলি চরিত্রটা খুব স্পেশাল ঊষসীর কাছে; এমন কথাই নিউজ ফ্রন্ট-কে জানালেন তিনি।

Kadambini | newsfront.co

কাদম্বিনী চরিত্রটা যেহেতু আর পাঁচটা চরিত্রের মতো নয়, সেই জায়গায় দাঁড়িয়ে চরিত্রটা তাঁর কাছে কতটা চ্যালেঞ্জিং জানতে চাইলে ঊষসী জানান- “আমি যখন যে চরিত্রটাই পাই না কেন সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই। ভাবতে থাকি কতটা ভাল করতে পারব। চেষ্টা করি নিজের সব ভালটুকু দিয়ে কাজ করতে।”

Prerna Mukherjee | newsfront.co
প্রেরণা মুখার্জি

আরও পড়ুনঃ আসন্ন অস্কারে আমন্ত্রিত আলিয়া-হৃত্বিক

১৮৯০-এর সময়কাল উঠে আসবে ধারাবাহিকে। সাজপোশাক, আদবকায়দা সবই অন্যরকম। সবমিলিয়ে কতটা খুশি তিনি এই চরিত্র নিয়ে? ঊষসী জানান, আমার বাড়িতে রানী রাসমণি, নেতাজি দেখা হয়। আর আমিও পিরিয়ডধর্মী গল্প ভালোবাসি। আর এই চরিত্রটা পেয়ে তো আমি দারুণ খুশি। এই ধরনের চরিত্রের প্রতি আমার ঝোঁক আছে।”

Actor | newsfront.co

এক গৃহিণীর ডাক্তার হয়ে ওঠার সফর এই ধারাবাহিকের রসদ। তবে তা কল্পনার মোড়কে নয়। সত্য ঘটনা অবলম্বনে। বাংলার প্রথম এবং ভারতের দ্বিতীয় মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির ডাক্তার হয়ে ওঠার পিছনে স্বামী দ্বারকানাথ গাঙ্গুলির অনেক অবদান ছিল।

Debdut Ghosh | newsfront.co
দেবদূত ঘোষ

আরও পড়ুনঃ লকডাউনের অন্দরেই হাজির ‘আস্ফালন’

সেটাও স্পষ্ট হবে এই ধারাবাহিকে। দ্বারকানাথ গাঙ্গুলির চরিত্রে রয়েছেন মনোজ ওঝা।অন্যান্য চরিত্রে রয়েছেন দেবদূত ঘোষ, শুভ্রজিৎ দত্ত, প্রেরণা মুখার্জি সহ আরও অনেকে।

Tele actress | newsfront.co

ঊষসীর দিদা চাইতেন নাতনি ডাক্তার হোক। আর ঊষসী নিজে কী হতে চাইতেন ছোটবেলা থেকে? ঊষসীর সাফ জবাব- “আমি অভিনেত্রীই হতে চাইতাম। নাটক করতাম অনেক ছোট বয়স থেকে। সুতরাং অভিনেত্রী হওয়ার ইচ্ছে তো থাকবেই।”

Kadambini | newsfront.co

kadambini | newsfront.co

৬ জুলাই থেকে জি বাংলার হাত ধরে প্রতি সোম থেকে শনি রাত সাড়ে ৮ টায় ফিরে চলুন ঊনিশ শতকের দরজায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here