ত্রিপুরায় মুসলিমদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ ইউএসসিআইআরএফ প্রধানের

0
77

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

গত সপ্তাহে ত্রিপুরায় মুসলমানদের উপর যে হামলা হয়েছিল, সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)-এর প্রধান নাদিন মেনজা। কেন্দ্রীয় সরকারকে তিনি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে উত্তর ত্রিপুরায় ২৬ অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই সহিংসতার ঘটনা ঘটে। এ নিয়ে ত্রিপুরার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও চলছে।

USCIRF chief

সোমবার, ইউএসসিআইআরএফ-এর প্রধান নাদিন মেনজা টুইটে লেখেন, “ইউএসসিআইআরএফ মুসলিমদের বিরুদ্ধে ত্রিপুরায় যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেউ কেউ গত মাসে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হামলার প্রতিশোধ হিসেবে বিবেচনা করেছেন। কিন্তু এটা ঠিক নয়। ভারত সরকারকে দ্রুত ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে হবে।” পরবর্তীতে নাদিন মেনজা-র এই টুইটটি ইউএসসিআইআরএফ তাদের টুইটার হ্যান্ডেল শেয়ার করেছে।

কমিশনের সদস্য অনুরিমা ভার্গবের একইরকমের আরও একটি টুইট করেন। তিনি লেখেন, “ইউএসসিআইআরএফ বিশেষ করে ত্রিপুরা থেকে মসজিদের অপবিত্রতা এবং মুসলিমদের সম্পত্তি অগ্নিসংযোগের খবরে উদ্বিগ্ন। ভারত সরকারকে অবশ্যই ধর্মীয় সহিংসতার ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে এবং এই ধরণের হামলা প্রতিরোধ করার ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুনঃ গোয়াতে ক্ষমতায় এলে ধর্মের নিরিখে ধর্মীয় ‘পর্যটনের’ প্রতিশ্রুতি কেজরিওয়ালের

ইউএসসিআইআরএফ হল একটি স্বাধীন এবং দ্বিদলীয় ফেডারেল সরকারী সত্ত্বা যা ১৯৯৮ সালে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে তৈরি করা হয়। এটি তৈরি করা হয়েছিল বিদেশে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতার সার্বজনীন অধিকার পর্যবেক্ষণ করার উদ্দেশে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here