সমর্পিতা বন্দ্যোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
৩০ দিনের মধ্যে ডিলিট করতে পারবেন আরোগ্য সেতু অ্যাপ থেকে নিজের ডেটা, ঠিক এমনটাই জানাল কেন্দ্র সরকার। মূলত করোনা কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্যে আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার। কিন্তু নিরাপত্তা ও গোপনীয়তা বার বার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ যে, আরোগ্য সেতু নিছকই আড়ি পাতার যন্ত্র। কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির লোকেশন এই অ্যাপ বলে দেয়।
সমালোচনার চাপের মধ্যে অবশেষে কেন্দ্র জানাল যাদের ডেটা এই অ্যাপে স্টোর আছে, তারা চাইলে সেটা ডিলিট করে দেওয়া যাবে।
আরও পড়ুনঃ সরকারি অ্যাপ থেকে ফাঁস হয়ে গেল কয়েক হাজার করোনা আক্রান্ত নাগরিকের ব্যক্তিগত তথ্য
তবে সরকারের থেকে প্রোটোকল জানানো হয়েছে ডেটা স্টোরেজ, প্রসেসিং, কালেকশনের জন্য। ‘Aarogya Setu Emergency Data Access and Knowledge Sharing Protocol, 2020’ আগামী ছয় মাসের জন্য যা বলবৎ থাকবে। সমস্ত ডেটার দায়িত্বে থাকবে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার।
কেন্দ্র জানিয়েছে, যারা আক্রান্ত ও যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ও যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাদের তথ্যই জমা রাখা হবে এইখানে।
এই তথ্য সরকার প্রয়োজনে নিজের সার্ভারে আপলোড করতে পারে এই সব নথি। তবে এইসব লোকেশন ও সেল্ফ অ্যাসেসমেন্ট ডেটা ১৮০ দিন পরে ডিলিট হয়ে যাবে। কিন্তু কেউ নিজের তথ্য ডিলিট করতে বললে ৩০ দিনের মধ্যে সেটি ডিলিট হয়ে যাবে। ঠিক এমন তাই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584