নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মহানায়কের জন্মদিনে আজ স্টার জলসার ‘রান্নাবান্না’য় বিপুল আয়োজন। মহানায়ক দাদুর পছন্দের পদ নিয়ে হাজির থাকবেন নবমিতা চট্টোপাধ্যায়। দাদুর পছন্দের পদ রান্না করার পাশাপাশি দাদুর সঙ্গে কাটানো মজার স্মৃতিও শেয়ার করবেন নবমিতা।
প্রবল খাদ্যরসিক ছিলেন মহানায়ক। খেতে এবং খাওয়াতেও ভালোবাসতেন তিনি। নিজের জন্য যে খাবার বাড়ি থেকে আসত স্টুডিওতে, তা একা খেতেন না কখনও। কথাটা জানা গিয়েছিল আরেক প্রখ্যাত অভিনেতা চিন্ময় রায়ের কাছ থেকে।
তিনি জানান, “ইয়াব্বড় এক টিফিন কেরিয়ারে ওঁর লাঞ্চ আসত বেণুদি’র বাড়ি থেকে। কত ধরনের খাবার থাকত তাতে। এক এক দিন এক এক রকমের পদ রান্না করে আনতেন বেণু (সুপ্রিয়া দেবী)দি। দাদা কখনও একা খেতেন না। ভোজনসঙ্গী ছিলাম আমি, সৌমিত্র চাটুজ্যে, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ। কেউ না কেউ তো ফ্লোরে থাকতামই। আমাদের মধ্যে যখন যাকে পেতেন তাকে নিয়েই খেতেন।”

আরও পড়ুনঃ স্মরণে ২৪ জুলাই
এহেন মানুষটির পছন্দের কোন খাবার আজ রাঁধবেন নবমিতা? জানতে হলে আজ বিকেল ৪ টেয় চোখ রাখুন স্টার জলসায়। নবমিতা এবং নাতি-ঠাম্মি তনিমা সেন এবং রক্তিমের সঙ্গে জমে উঠুক আজকের বিকেল। আর জেনে নিন মহানায়ক উত্তম কুমারের একটি প্রিয় রান্নার রেসিপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584