তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে মালদাকে ৮ উইকেটে হারিয়ে উত্তর দিনাজপুর জেলা জোন চ্যাম্পিয়ন হয়।
রায়গঞ্জ স্টেডিয়ামে টসে জিতে উত্তর দিনাজপুরের দেবাশীষের বিধ্বংসী বোলিংয়ের সুবাদে মালদহ ৩০.২ ওভারে মাত্র ৬১ রানে অল আউট হয়ে যায়।দেবশিষকে যোগ্য সহায়তা করে রাম চন্দ্র দাস(৯/৩)।এর জবাবে উত্তর দিনাজপুর মাত্র ১৪.২ ওভারে ২উইকেটে ৬৫ রান সংগ্রহ করে।বিপুল টুডু ২৬ রান,রিদম সরকার ২৮ করেন।বিপুল টুডু ২৬ রানে অপরাজিত থাকে।
আরও পড়ুনঃ জমি ভাড়া করে স্টেডিয়াম বানিয়ে চলছে নকআউট ক্রিকেট ম্যাচ
এছাড়াও শুভাশীষ গুহ ১৫ রানে ২ উইকেট তুলে নেয়।উত্তর দিনাজপুর জেলা জোন চ্যাম্পিয়ান হবার কারনে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস অভিনন্দন জানান।আগামী ২৫ শে ফেব্রুয়ারী হুগলির চুচুড়ায় দ্বিতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584