তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
অনুর্ধ ১৯বেসরকারি চ্যানেলের ফুটবল লিগে উত্তর দিনাজপুর জেলা অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী ৩০ শে মে।
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস এই প্রতিবেদককে শনিবার জানান,কলকাতার একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ফুটবলের ক্ষেত্রে প্রতিভা অন্বেষণে ২৩টি জেলার মধ্যে ১৬টি জেলাকে বেছে নিয়েছে।সাথে কলকাতার ইস্টবেঙ্গল,মোহনবাগান সহ ৪টি দলকে নিয়ে মোট ২০টি দল নিয়ে বেসরকারি চ্যানেলের ফুটবল লীগ খেলা শুরু হতে যাচ্ছে।
আগামী ২৬ মে খেলার উদ্বোধন হবে।উত্তর দিনাজপুর জেলার ২৪ জনের একটি দল রায়গঞ্জ থেকে আগামী ৩০শে মে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান।
আরও পড়ুনঃ অনূর্ধ্ব ১৯ জি-বাংলা ফুটবল লিগে উত্তর দিনাজপুর
সুদীপ বাবু বলেন,গত ৮ই মে উত্তর দিনাজপুর জেলার দল নির্বাচনের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান।
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বলেন, জি-বাংলার অনুর্ধ১৯ ফুটবল লীগ খেলায় উত্তর দিনাজপুর “ডি”গ্রুপে আগামী ৩১শে মে প্রথম খেলাটি খেলবে নদীয়া জেলার বিরুদ্ধে।”ডি”গ্রুপের মধ্যে থাকছে মোহন বাগান,হাওড়া, নদীয়া এবং উত্তর দিনাজপুর জেলা।
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন আমাদের গর্ব হচ্ছে একটি বেসরকারি চ্যানেলের ফুটবল লীগে আমাদের উত্তর দিনাজপুর জেলা ভারত বিখ্যাত মোহনবাগান দলের প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সাথে মাঠে খেলার সুযোগ পাবে।খেলায় হার জিত আছেই।আমাদের জেলার দল বিখ্যাত দলের সাথে খেলবে এটাই বড় কথা।
তাছাড়া আমাদের উত্তর দিনাজপুর জেলার ছেলেরা এই খেলার মাধ্যমে খেলোয়াড় হিসেবে আলাদা শক্তি যোগাবে বলেই তার দৃঢ় বিশ্বাস।আমাদের উত্তর দিনাজপুর জেলার খেলোয়াড়রা তাই প্রতিদিন মাঠে নেমে অনুশীলন করছে যাতে উত্তর দিনাজপুর জেলা একটা বড়সড় সাফল্যের জায়গায় পৌঁছাতে পারে।
জানা যায়,বেসরকরি চ্যানেলের সমস্ত খেলাগুলি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মাঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584