নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ঘোষণা করলেন করোনা সংক্রমন বাড়ার কারণে চারধাম যাত্রা স্থগিত রাখা হল।করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়তে চলেছে তখনই কুম্ভ মেলার অনুমতি দিয়েছিল সরকার, আজ তার মাশুল দিচ্ছে গোটা দেশ। দেরিতে হলেও সেখান থেকে শিক্ষা নিয়ে চারধাম যাত্রা স্থগিত রাখার ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের।
এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার শুধুমাত্র চার মন্দিরের পুরোহিতরা নিয়ম মেনে পুজো সারবেন। গত বছর করোনার জেরে প্রথমে চারধাম যাত্রা বাতিল করলেও পরে অনুমতি দেয় সরকার।এই বছর কুম্ভ মেলারও অনুমতি দেয় সরকার, আগে থেকেই বাড়তে থাকা সংক্রমণ সাংঘাতিক আকার ধারণ করে মেলা চলাকালেই।
Uttarakhand government has suspended Char Dham Yatra this year in view of #COVID19 situation in the state. Only priests of the four temples will perform rituals and puja: Chief Minister Tirath Singh Rawat
(File photo) pic.twitter.com/No6I9G2WDx
— ANI (@ANI) April 29, 2021
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি:দেশে একদিনে মৃত ৩৬৪৫
৪৮লক্ষ মানুষের জমায়েতের ফলে সংক্রমণ রোধ করার কোন উপায় ছিল না কুম্ভ মেলায়। বাধ্য হয়ে দুটি শাহী স্নানের পরে প্রধানমন্ত্রী আবেদন জানান প্রতীকী মেলা করার, তারপরেও অবশ্য মেলা চলেছে এবং জানা গিয়েছে জমায়েত হয়েছিলেন কমপক্ষে ২৫হাজার মানুষ।কুম্ভ মেলার পরে উত্তরাখণ্ডে সংক্রমন বৃদ্ধি পেয়েছে ১৮হাজার গুণ। এই পরিস্থিতি বিবেচনা করে চারধাম যাত্রা বাতিল করল সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584