শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
উত্তরাখন্ড হাইকোর্ট এবার খারিজ করে দিলো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আরেকটি মামলা স্থানান্তরের রায়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক সঞ্জীব চতুর্বেদীর মামলাতে উত্তরাখন্ড হাইকোর্ট ক্যাটের রায় খারিজ করে জানিয়েছে ওই মামলা নৈনিতাল বেঞ্চ থেকে দিল্লিতে প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে যাওয়া যাবে না।
গত শুক্রবার আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট ক্যাটের রায় খারিজ করে জানায় মামলা দিল্লিতে স্থানান্তরিত করা যাবে না। ২০০২ ব্যাচের আইএফএস আধিকারিক সঞ্জীব চতুর্বেদী বর্তমানে নৈনিতালের হলদোয়ানির মুখ্য বনপাল। তাঁর একটি নিয়োগে জটিলতা সৃষ্টি হওয়ায় কেন্দ্রের সিদ্ধান্তের তদন্ত দাবি করেন তিনি। এর পরে কেন্দ্রের আবেদন অনুযায়ী ক্যাট-এর নৈনিতাল বেঞ্চ থেকে মামলাটি দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে সরানো হয়।
আরও পড়ুনঃ সেঞ্চুরি করেছে পেট্রোল-ডিজেল, খরচ বাঁচাতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত লালবাজারের
১৬ ডিসেম্বর মামলা স্থানান্তরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তরাখন্ড হাইকোর্টের দ্বারস্থ হন সঞ্জীব চতুর্বেদী। ক্যাট-এর মামলা স্থানাতরের রায় কে খারিজ করে দেয় উত্তরাখন্ড হাইকোর্টও। আদালত জানিয়েছে, জানায়, ক্যাট-এর সব বেঞ্চেরই ক্ষমতা এক। প্রিন্সিপাল বেঞ্চের অতিরিক্ত কোনও ক্ষমতা নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584