উত্তরপ্রদেশে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, পরিস্থিতি সামাল দিতে তৎপর যোগী সরকার

0
72

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

একদিকে করোনার দাপট অন্যদিকে ডেঙ্গির প্রকোপ। এই দুইয়ের চাপে পড়ে নাজেহাল অবস্থা উত্তরপ্রদেশ বাসীর। এরপর পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর হয় যোগী সরকার। জুলাই মাস অবধি ডেঙ্গি সংক্রমণে পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ২২৪ জন। কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশেও ডেঙ্গির যথেষ্ট প্রভাব পড়েছে।

Hospital admission
সৌজন্যেঃ এন ডিটিভি

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে জুলাই মাস পর্যন্ত উত্তরপ্রদেশে মোট ১৬০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কারোর মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় মাত্র ৮ জন ডেঙ্গিতে সংক্রামিত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৮৬ হাজার ৪৯৭।

আরও পড়ুনঃ মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া আসনে মনোনীত হলেন তৃণমূলের সুস্মিতা দেব

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ জুলাই পর্যন্ত কেরলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। পরিসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৫ জন। জুলাই পর্যন্ত তামিলনাড়ুতে মৃত্যুর সংখ্যা শূন্য।

আরও পড়ুনঃ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার দিন বদলের সিদ্ধান্ত

তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৬৯। মৃত্যু হয়েছে দু’জনের। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান ও ওড়িশা। এই দুই রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৮৮৩ ও ৭৮৫ জন। তবে দুই রাজ্যেই মৃত্যুর কোনও তথ্য পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here