নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা অতিমারী আবহে দেশজুড়ে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু বিরাম নেই ধর্মীয় অনুষ্ঠানে। এই পরিস্থিতিতে শুক্রবার সুপ্রীম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে আগামী সোমবার পর্যন্ত সময় দেয় কানওয়ার যাত্রার অনুমতি দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করার। এরপর যোগী সরকার অবশেষে শনিবার কানওয়ার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করল।
এমনকি প্রতিবেশী রাজ্য উত্তরাখন্ড মঙ্গলবার কানওয়ার যাত্রা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেয়। করোনার তৃতীয় তরঙ্গের আতঙ্কে এমন সিদ্ধান্ত, এমনটাই জানা গিয়েছে। এখন দেখা যাক কি এই কানওয়ার যাত্রা! অন্তত ৩০ মিলিয়ন মানুষের সমাগম হয় এই ধর্মীয় অনুষ্ঠানে। আদতে এটি শিবের উপাসনা। হরিদ্বারে ওই বিপুল পরিমাণ মানুষের সমাগম হয় যাঁরা গঙ্গাজল সংগ্রহ করেন এবং পদব্রজে বা সাইকেলে করে স্বগৃহে ফিরে যান।
আরও পড়ুনঃ রাত ৯টা থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নয়, অন্যথায় কড়া পদক্ষেপের নির্দেশ নবান্নের
শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি আরএফ নরিম্যান ও বিচারপতি বিআর গাভাই-এর দুই সদস্যের বেঞ্চ কার্যত যোগী সরকারকে কানওয়ার যাত্রা বাতিল করার চূড়ান্ত শর্ত জানিয়ে দেয় যে সোমবারের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে জানাতে হবে তারা কি সিদ্ধান্ত নিল। কারণ এতে দেশের এক বৃহৎ অংশের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় জড়িত রয়েছে।
আরও পড়ুনঃ ২০ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ১৩ বছরের ছেলের সামনেই বিয়ে করলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ যুগল
কেন্দ্রীয় সরকারও জানায় উত্তরপ্রদেশ সরকারের উচিত নয় কানওয়ার যাত্রার অনুমতি দেওয়া। এই অবস্থায় বিলক্ষণ চাপে পড়ে যোগী সরকার। কেন্দ্র জানায় রাজ্য সরকার ধর্মীয় আবেগের কথা মাথায় রেখে প্রয়োজনে হরিদ্বারের গঙ্গাজল ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক জমায়েত এড়িয়ে। এত কিছু চাপের মুখে শেষমেশ যোগী সরকার শনিবার কানওয়ার যাত্রা বাতিল ঘোষণা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584