নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী আজ ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের। কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে এই বয়সী শিশুদের। কো-উইন পোর্টালে ৮ লক্ষের বেশি শিশুর টিকাকরণের তালিকাভুক্তি করা হয়েছে।
মূলত স্কুলগুলিকেই আপাতত টিকাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে শিশুদের টিকাকরণের জন্য। ২০০৭ সাল ও তার আগে যারা জন্মেছে সেই শিশুরাই টিকা নিতে পারবে। কোভ্যাক্সিনের প্রয়োজনীয় ডোজ সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুনঃ রাজ্যে বাড়লো বিধিনিষেধ, একই সঙ্গে ঘোষণা ‘দুয়ারে সরকার’ কর্মসূচির পরিবর্তিত সময়ের
এছাড়াও আগামী ১০ জানুয়ারি থেকে দেশের স্বাস্থ্য কর্মী, সামনের সারিতে থাকা কর্মী ও প্রবীণ নাগরিকদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। সম্প্রতি আরো দুটি টিকা কেন্দ্রের ছাড়পত্র পেয়েছে। সে দুটি হল করবেভ্যাক্স ও কোভোভ্যাক্স, এই দুটি টিকা প্রবীন নাগরিকদের বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584