মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:
করোনার বাড়বাড়ন্ত এমন জায়গায় পৌঁছেছে যে এখন টিকা নেওয়া ছাড়া আর কোনও গতি নেই। তাই দেশজুড়ে দ্রুত টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। কিন্তু স্কুল খোলার জন্য যে পড়ুয়াদের টিকা নিতেই হবে এমনটাও মানছে না কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দেয়, স্কুলের দরজা খোলার জন্য সকল ছোট পড়ুয়াদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয়। ছোটদের জন্য করোনা ভ্যাকসিন এখনও বাজারে আসেনি।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পরার আশঙ্কায় এমনিতেই ছোটদের স্কুলে পাঠানো নিয়ে সংশয়ে রয়েছেন বহু অভিভাবক। তার উপরে কেন্দ্রের এই ঘোষণায় অভিভাবকের কপালে চিন্তার ভাঁজ। সম্ভবত সে কথা মাথায় রেখেই মন্ত্রক একই সঙ্গে জানিয়েছে, স্কুল খোলার ক্ষেত্রে সমস্ত পড়ুয়াদের এখনই টিকাকরণ না হলেও, তার থেকে অনেক বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষক-অশিক্ষক কর্মীদের টিকা নেওয়া। শুধু তাই নয়, স্কুল খোলার জন্য পড়ুয়াদের বাবা-মাকেও টিকা নেওয়ার সুপারিশ করেছে মন্ত্রক।
আরও পড়ুনঃ দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এগিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে যাদবপুর
দিল্লি, বিহার, হরিয়ানা, ত্রিপুরায় ইতিমধ্যেই খুলে গেছে স্কুলের দরজা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের স্কুলগুলো খোলার পরিকল্পনা করছেন। এহেন পরিস্থিতির মধ্যেই পড়ুয়াদের করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584