অগ্নিকাণ্ডে কোভিশিল্ড সুরক্ষিত থাকলেও ক্ষতিগ্রস্ত অনান্য ভ্যাকসিন

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

massive fire in house | newsfront.co

সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে কোভিশিল্ড সুরক্ষিত থাকলেও বড় ক্ষতি হয়েছে অন্যান্য ভ্যাকসিনের। সংস্থার সিইও আদর পুনাওয়াল্লা আগুনের ঘটনায় শোকপ্রকাশ করে জানান, “আমি কথা বলার পরিস্থিতিতে নেই। এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিসিজি, রোটাভাইরাস ভ্যাকসিন, প্রচুর পণ্য আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ”

বর্তমানে দেশের বাইরে রয়েছে আদর পুনাওয়াল্লা। বৃহস্পতিবার বিকেলে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্লান্টে বিশেষ নির্মাণাধীন ভবনের একটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুনাওয়ালা জানিয়েছেন যে ভবনের কয়েকটি তল আগুনে পুড়ে গিয়েছে। সরকার ও সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য তিনি একটি টুইটও করেছেন। ওই টুইটে তিনি লিখেছেন যে, এই দুর্ঘটনা কোনোভাবেই কোভিড -১৯ কোভিড ভ্যাকসিন-এর উৎপাদনকে প্রভাবিত করবে না, কারণ সেটি ইনস্টিটিউটের একাধিক ভবনে রাখা হয়েছে। সেরাম ইনস্টিটিউট এই জাতীয় সংকট মোকাবিলা করতে প্রস্তুত।

আরও পড়ুনঃ রাজ্য মন্ত্রীসভা থেকে পদত্যাগ রাজীবের

এসআইআইয়ের চেয়ারম্যান ও পরিচালক ডাঃ সাইরাস পুনাওয়ালা সংবাদ মাধ্যমকে জানান, যে ভবনে আগুন লেগেছিল এটি একটি নতুন ভবন। বিসিজি এবং রোটাভাইরাস ভ্যাকসিন অতিরিক্ত পরিমাণে উৎপাদন করার সুবিধার্থে এটি তৈরি হয়েছিল। তিনি জানিয়েছেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here