নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২১ সাল থেকে শুরু হতে পারে ভ্যাকসিন পাসপোর্ট। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। বেশ কিছু সংস্থা অ্যাপ এবং সফ্টওয়্যার তৈরির কাজও শুরু করে দিয়েছে। এই পাসপোর্টে বিমানযাত্রীদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য রাখা থাকবে।
দ্য কমন প্রজেক্ট এবং দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম যৌথভাবে দ্য কমন ট্রাস্ট নেটওয়ার্ক তৈরি করেছে। একাধিক বিমান সংস্থার সঙ্গে তারা ‘কমনপাস অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুনঃ হিংসার রাজনীতি-বিভাজন-ধর্মীয় ঘৃণার কেন্দ্র উত্তরপ্রদেশ, যোগীকে চিঠি শতাধিক আমলার
এই অ্যাপে ধরা থাকবে যাত্রীর কোভিড পরীক্ষার রিপোর্ট বা করোনা টিকা নিয়ে নানা তথ্য। তা থেকে সহজেই কিউআর কোড বানানো যাবে। এই কোডই যাত্রীর বিমানযাত্রার উপযুক্ত কি না, তার শংসাপত্র দেবে।
তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমও ডিজিটাল হেল্থ পাস নামে একটি অ্যাপ বানানোর প্রস্তুতি নিচ্ছে। সেই অ্যাপেও টিকাকরণ সহ নানাবিধ রেকর্ড থাকবে। এতে যাত্রীদের বিমানযাত্রায় অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584