বিধি শিকেয়! ভৈরব বিসর্জনে আবেগে মাতল বহরমপুরবাসী

0
97

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মানুষের আবেগের কাছে হার মানল সামাজিক দূরত্ব, করোনা বিধি নিষেধ। রবিবার বহরমপুরের বড় ভৈরবের বিসর্জনে কয়েক হাজার মানুষের সমাগম হয় এদিন। আনুমানিক ১৪৬ বছরের পুরাতন ভৈরবের নগর পরিক্রমায় মানুষের ঢল নামে।

Berhampore visarjan Program | newsfront.co
বিসর্জনের পথে ভৈরব। নিজস্ব চিত্র

পুলিশ প্রশাসনের তরফ থেকে সামাজিক দূরত্ব বিধি এবং মাস্ক বাধ্যতামূলক বলা হলেও, এদিন মানুষের আবেগ সেই সব কিছুই মানেনি। তবে অন্যান্য বছরের তুলনায় ভৈরবের বিসর্জনে মানুষের সংখ্যা কম হলেও সেই সংখ্যাটাও কয়েক হাজার ছাড়িয়েছে।

Vairav Visarjan | newsfront.co
নিজস্ব চিত্র

এই বছর ভৈরবের বিসর্জন কমিটির তরফ থেকে অন্যান্য বাদ্যযন্ত্র নিষিদ্ধ ছিল। শুধু কয়েকশ ঢাকের আওয়াজে উৎফুল্ল হয় মানুষের মন। ঢাকের আওয়াজে তালে তাল মিলিয়ে চলে উদ্দাম নৃত্য। এদিন যে পথ দিয়ে বাবা ভৈরব বিসর্জনের পথে এগিয়ে যায় সেই পথে কয়েক হাজার মানুষ বাবাকে দর্শনের জন্য অপেক্ষা করে।

আরও পড়ুনঃ এবারে সংস্কৃতি রক্ষার দাবিতে পথে নামল ডুয়ার্সের আদিবাসী সমাজ

পাশাপাশি কয়েকশ কেজি বাতাসা বাবার উদ্দেশ্যে ছড়ানো হয়। সাথে চকলেট, বিস্কুট কিছুই বাদ যায়নি। ভৈরবের রাস্তা পরিক্রমা শেষ হলে শহরের সব রাস্তা বাতাসার গুঁড়োতে সাদা হয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here