নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির কারণে প্রায় পাঁচ মাস স্থগিত ছিল বৈষ্ণোদেবী যাত্রা। আজ, রবিবার থেকে পুনরায় শুরু হল এই তীর্থযাত্রা। দেশজুড়ে বেড়ে চলা করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকেই স্থগিত হয়ে গিয়েছিল এই পুণ্য যাত্রা। তবে মন্দির কর্তৃপক্ষ এই যাত্রার বিষয়ে আগেই বেশ কয়েকটি নির্দেশিকা জারি করে দিয়েছিল।

সেই নির্দেশিকায় জানানো হয়েছে যে, প্রতিদিন সর্বাধিক ২ হাজার ভক্তই দর্শনের অনুমতি পাবেন। যাঁদের মধ্যে ১ হাজার ৯০০ যাত্রী জম্মু ও শুউইন্ডোতে ভিড় এড়াতে শুধুমাত্র অনলাইনেই এই যাত্রার জন্য অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। দর্শনার্থীদের মোবাইলে ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোড থাকা এবং মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে তারা।
অন্যদিকে, আবেদন করলে এই যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে ১০ বছরের কম বয়সের শিশু, গর্ভবতী মহিলা, অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি এবং ৬০ বছরের বেশি বয়সের মানুষের জন্য।
আরও পড়ুনঃ ৭৪তম স্বাধীনতা দিবসে মোদীর ভাষণে ৩৬বার উচ্চারিত হল ‘আত্মনির্ভর’ শব্দ
তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তাঁদের নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলেও জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের বাইরের দর্শনার্থীদের ক্ষেত্রে, তাঁদের করোনামুক্ত মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে। বৈষ্ণোদেবী যাত্রার প্রবেশ পথেই সেই সার্টিফিকেট পরীক্ষা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584