সুদীপ কুমার খাঁড়া, পূর্ব মেদিনীপুরঃবাংলা নতুন বছরের প্রথম দিনে ভলিবল প্রতিযোগিতায় মাতলেন তমলুকের ক্রীড়াপ্রেমী জনতা।নববর্ষের প্রথম দিন ১লা বৈশাখে বর্ষবরণ উৎসব উপলক্ষ্যে দিবারাত্রি আমন্ত্রণমূলক ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল তমলুকের রত্নালী শান্তিতলা মিলন সংঘ ।এটি এই প্রতিযোগিতার দ্বাদশ বর্ষ।ছয় দলীয় লিগ কাম নকআউট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তমলুকের মা অন্নপূর্না ক্লাব এবং রার্নাস হয় টায়েম কলেজ ( তমলুক শাখা ) ।চুড়ান্ত পর্বে ২৫-২৩ ও ২৫-২০ পয়েন্ট সেটে জয় লাভ করে তমলুকের মা অন্নপূর্না ক্লাব ।এছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ডায়মন্ড হারবার সংযুক্তা ভলিবল অ্যাকাডেমি , কলকাতা পোস্টাল রিক্রিয়েশন ক্লাব ,ময়না আনন্দপুর হিডেন ক্লাব , নদিয়া শান্তিপুর স্মৃতি সংঘ । দলগুলোতে বাংলার রাজ্য ও জাতীয় স্তরের বেশকিছু খেলোয়াড় অংশগ্রহণ করেন। হরিয়ানা ,ঝাড়খন্ড , ওড়িশা ও বিহারের রাজ্য থেকে আগত খেলোয়াড়রাও এই প্রতিযোগিতায় অংশ নেন।এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন গৌরব ঠাকুর ।ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন কপিল ।উভয় খেলোয়াড়ই হরিয়ানার বাসিন্দ।প্রতিযোগিতার উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার উপ-পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় ।এছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলার শক্তিপ্রসাদ ভট্টাচার্য্য , নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বেরা , আইনজীবী গৌতম চৌধুরী সহ বিশিষ্ট মানুষ জন ।প্রতিযোগিতাটি পরিচালনা করেন সাম্য চক্রবর্তী ,পার্থ প্রতীম দাস ও প্রফুল্ল কুমার পট্টনায়েক । উন্নত মানের খেলা দেখে আনন্দিত এলাকার মানুষজন । খেলার মাঝে বিশেষ আকর্ষন হিসেবে যোগব্যয়াম ও জিমন্যাস্টিকের আয়োজন করা হয়েছিল।খেলা দেখতে এসে খুশি দর্শক বিকাশ মন্ডল বলেন ,এধরনের ভীন রাজ্যের জাতীয় খেলোড়দের খেলা প্রথমবার চাক্ষুস দেখলাম যা সাধারণত টিভিতে দেখে থাকি। আয়োজক সংস্থার সভাপতি দেবাশীষ নাগ বলেন তমলুক শহরে আগে বেশ ভালো রকম ভলিবল খেলার চর্চা হতো কিন্তু বর্তমানে তা কিছুটা ম্লান হয়ে গিয়েছে ।তাই শহরব্যপী ভলিবল খেলার প্রসার ঘটানোর জন্য এ ধরনের উদ্দ্যোগ। তাঁরা আগামী দিনে এই ধরনের আরও বড় মাপের প্রতিযোগিতা করার ব্যাপারে আশাবাদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584