মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট শেষ হতে না হতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনা এই তৃতীয় ঢেউ নাকি আরও ভয়ঙ্কর হতে চলেছে। যদিও হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলছেন, ভারত সম্ভবত অতিমারির শেষ পর্যায়ে এস পৌঁছেছে। তাই এখন এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু মানুষর মনে করোনা সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, তা ভাঙা এত সহজ নয়। আর সেই কারণেই করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে এইমহূর্তে টিকাকরণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।
তবে করোনার কারণে থেমে নেই উৎসব, থেমে নেই দেশের সংস্কৃতি। অনাড়ম্বরে হলেও ছিমছাম ঘরোয়াভাবেই উৎসবে মেতে উঠছেন আট থেকে আশি সকলেই। যে যার মতো করে যতটুকু পারছেন আনন্দ উপভোগ করে নিতে চাইছেন। করোনা অতিমারীর পরিণতি যে মারাত্মক তা এতদিনে বুঝে গিয়েছে আমজনতা।
আরও পড়ুনঃ সব রাজ্যের স্কুল শিক্ষকদের ৫ সেপ্টেম্বরের আগে জরুরী ভিত্তিতে টিকাকরণ, শিক্ষক দিবসের উপহার কেন্দ্রের
আজ, বুধবার কেরলে পালন করা হল ঐতিহ্যবাহী ভল্লম কালী নৌকা দৌড় উৎসব। এবছর করোনা পরিস্থিতির কারণে আরানমুলায় মাত্র তিনটি সাপ নৌকা নিয়ে প্রতীকীভাবে অনুষ্ঠিত হল এই উৎসব। ভালম কালী নৌকা দৌড় উৎসব মূলত ওনমের ফসল কাটার উৎসবের দিনই অনুষ্ঠিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584