‘বানভাসি’-উমা বসু
তোমার চোখে বর্ষা রাণী
আমার চোখে রাক্ষসী,
একবার এসে দেখে যাও শুধু
কাঁদছে কেমন বানভাসি।
নেতারা সবাই বড়ই ব্যস্ত
নিজের ব্যাগটি গোছাতে,
মিডিয়া নিয়ে আসবে শেষে
মোদের দুঃখ ঘোচাতে।
প্রতিবছরই ভাসছি মোরা
বন্যাতে আর দুর্দশায়,
পরিকল্পনার রুপোর চাকা
নেতার ঘরের শোভা বাড়ায়।
দেখনদারীর দায়সারা কাজ
দেখে,নদী হাসে অট্টহাসি,
মনে মনে বলে অনেক সয়েছি
এবার হব আমি সর্বনাশী।
সেই সর্বনাশীর করাল গ্রাসে
ডুবে যায় ঘর-বাড়ি,
ভেতরে বাইরে বানভাসি মোরা
বাঁচার জন্যে লড়ি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584