ভার্ণাবাড়ি চা বাগানের তিন বাড়িতে হাতির হানা

0
37

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

লাগাতার হাতির হানায় আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভার্ণাবাড়ি চা বাগানের বাসিন্দারা

vandalised three houses by elephant attack | newsfront.co
হানায় ক্ষতিগ্রস্ত।নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিনিয়ত সন্ধ‍্যা নামার সাথে সাথে বক্সা জঙল থেকে বুনো হাতি এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে প্রতি নিয়ত কারো না কারো ঘর ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। হাতির হানায় এখনও অবধি বহু শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্ত।

residents | newsfront.co
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

বাসিন্দাদের অভিযোগ, “লাগাতার হাতির হানা হয়ে যাচ্ছে কিন্তু এলাকায় বনকর্মীদের দেখা নেই বন দপ্তরের কেউ এলাকা মুখ হচ্ছে না ।”

উল্লেখ, কুমারগ্রাম ব্লকের চা বাগান সহ বনবস্তি এলাকা গুলোতে বুনো দাঁতালের হামলা নিত্যকার ঘটনা। যদিও বনবস্তি ও চা বাগানের শ্রমিকদের মধ্যে হাতি নিয়ে ভীতি না থাকলেও বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ আছে।

আরও পড়ুনঃ বেহাল জাতীয় সড়ক সারাইয়ের দাবিতে পথ অবরোধ ডিওয়াইএফআইয়ের

গত শুক্রবার গভীর রাতে কুমারগ্রাম ব্লকের তুততুরি ডিভিশনে বুনো দাঁতাল হামলা চালায়। এক এক করে তিনটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। কপাল জোরে বেঁচে গেছেন শ্রমিক পরিবারের সদস্যগন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here