মনিরুল হক,কোচবিহারঃ
ফের বিক্ষোভের মুখে তৃনমূল বিধায়ক।শনিবার কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাটের রসোমন্ত এলাকায় এই ঘটনা ঘটে। এইদিন দিনহাটা মহকুমার গোবরার ছড়া,শুকারুরকুঠি, ছিট-করলা,নয়ারহাট প্রভৃতি এলাকায় তৃণমূলের জনসংযোগ যাত্রার কর্মসূচী ছিল।এই উদ্দেশে দলের নেতা তথা বিধায়ক উদয়ন গুহ দলীয় কর্মসূচীতে অংশ নেবার জন্যে দিনহাটা শহর থেকে যাবার পথে গোবরাছড়া সংলগ্ন এলাকায় তাকে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক ধ্বনি তোলে কিছু মানুষ।এরা বিজেপি আশ্রিত সমাজ বিরোধী বলে অভিযোগ করেন উদয়ন বাবু।
তাঁর অভিযোগ,এই দিন এই দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপড়ে হামলা চালায় তাতে ক্ষতিগ্রস্থ হয় তাঁর গাড়িটি।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়।যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপি।
তাদের দাবি,এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ।
আরও পড়ুনঃ জামবনিতে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি
এবিষয়ে দিনহাটা বিধানসভার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন,‘এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে প্রচার করার চেষ্টা করছে কোন কোন সংবাদমাধ্যম। কিন্তু আদৌ তা নয়।আমি যাতে দলীয় কর্মসূচীতে অংশ নিতে না পারি,সেই কারনেই পরিকল্পিত ভাবে বিজেপির এই আক্রমন।’
ওই অভিযোগ অস্বীকার করে বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, ‘তৃণমূলের কর্মীরাই বিজেপির ৬৬২ নং বুথের সভাপতি রতন দে’র বাড়ি ভাঙচুর করেছে। তার দাবী, তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারনেই উদয়ন বাবুর গাড়ির উপর হামলার ঘটনা ঘটে। এর সাথে বিজেপির কোন যোগ নেই। মানুষ তৃনমূলকে প্রত্যাখান করাতেই এ ধরনের ঘটনা ঘটছে।’
এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, জেলা জুড়ে অরাজক পরিস্থিতি তৈরি করে অশান্তি ছড়াচ্ছে বিজেপি।এরাজ্যে বিজেপি কয়েকটি আসন পেয়ে অরাজক অবস্থা তৈরি করতে চাইছে। আমরা আজ আক্রান্ত হচ্ছি ঠিকই, তবে শেষ জয় আমাদেরই হবে।’
প্রসঙ্গত,লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে তৃণমূলের পরাজয়ের পর দলের নেতা কর্মীদের ঘিরে বিক্ষোভ অব্যাহত। ইতিপূর্বে জেলার তুফানগঞ্জে ক্ষোভের মুখে পরেছিলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূলের রাজ্য প্রতিনিধি দলকেও কালো পতাকা দেখানো হয়েছিল তুফানগঞ্জ মহকুমায়। পরবর্তীতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও মাথাভাঙ্গাতে কালো পতাকা দেখানো হয়। অভিযোগ ওই দিনই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের গাড়ির উপর হামলা চালানো হয়। এবার অভিযোগ উথেছে উদয়ন বাবুর গাড়ির উপর হামলার। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত ছিল দিনহাটা তৃণমূলের দুই গোষ্ঠী মাদার বনাম যুবর লড়াই প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মহকুমার বিভিন্ন স্থানে অশান্তির ঘটনা ঘটে। এই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে যুব তৃণমূলের নেতা নিশীথ প্রামাণিককে বহিষ্কার করে সংগঠন। এই নিশীথ বাবু পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে আজ এই কেন্দ্রে সাংসদ। তাঁর সাথে অনুগামীদের একটা বড় অংশ বিজেপিতে যোগ দেয়। এরপর শুরু হয় বিজেপি তৃণমূলের এলাকা দখলের লড়াই। তারপরেই আজ এধরনের ঘটনা ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584