মনিরুল হক,কোচবিহারঃ

তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জে পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকায়।ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তুফানগঞ্জ থানার পুলিশ।ওই ঘটনায় জেরে এলাকা উত্তেজিত হওয়ায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।ওই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ,এদিন সাড়ে চারটা নাগাদ বিজেপির হার্মাদ নিতাই দাস,রাজদেও শর্মার নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী সমর্থক বাঁশ,লাঠি নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় গুলির ওপর হামলা চালান।একের পর এক কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।এর পাশাপাশি ওই এলাকার কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতেও ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ।

তুফানগঞ্জ তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সভাপতি প্রতাপ সরকার বলেন, “বিজেপির কিছু বহিরাগত দুষ্কৃতীকে এনে বিকেল পৌরসভার ৭ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রসের আইএনটিটিইউসি কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল ভেঙ্গে চুরমার করে দেয়। পাশাপাশি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে। এলাকার মানুষ যখন শান্তিপ্রিয় ভাবে বসবাস করার চেষ্টা করছে। তখন বিজেপি ওই বহিরাগত দুষ্কৃতীদের এনে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে।পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, বিজেপির ওই বহিরাগত দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে পুলিশ তাদের গ্রেপ্তার করুক।”
কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সমর রায় বলেন, “তৃণমূলের কোথায় পার্টি অফিস ভাঙচুর হয়েছে তা আমার জানা নেই। তবে শুনেছি তুফানগঞ্জে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছে। নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ আটকাতে বিজেপির গায়ে তাঁরা কালিমালিপ্ত করার চেষ্টা করছে।আর আমাদের দল এটাতে বিশ্বাসী না।”
আরও পড়ুনঃ তৃণমূলের পোস্টার ও ফ্লেস্ক ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
প্রসঙ্গত, তুফানগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপির দলীয় পতাকা ও ফ্লেক্স খুলে ফেলাকে কেন্দ্র করে বিজেপি ও তৃনমূলের সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। তার পরেই বিকেল হতে না হতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি। ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পুলিশ তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584