ওয়েবডেস্কঃ
‘মেক ইন ইন্ডিয়া’র অন্যতম প্রধান ভরসা “বন্দে ভারত এক্সপ্রেস” । গতকাল শুক্রবার নয়াদিল্লি স্টেশন থেকে বারাণসীর উদ্দেশ্যে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই বারাণসী থেকে দিল্লি ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে থমকে গেল এই ট্রেন ।
শনিবার ভোরের দিকে উত্তরপ্রদেশের তুন্ডলা জংশন থেকে ১৫ কিমি দূরে একটি গবাদি পশু কাটা পড়ার কারণে ‘ট্রেন ১৮’ এর চাকা পিছলে যেতে থাকে আর এর কারণে সমস্যা দেখা যায় ট্রেনের পার্কিং ব্রেকে ।
জানা যায় এর ফলে ট্রেন ১৮ এর শেষের দিকের কামরা গুলোতে বিকট শব্দ শোনা যায় । এছাড়া জ্বালানির গন্ধের পাশাপাশি ধোঁয়া দেখা দেখতে পাওয়া যায় ওই কামরা গুলোয়। এর পর বিদ্যুৎ সংযোগও হারিয়ে ফেলে ট্রেনের সব কামরা গুলি । ‘চার্জিং ফেলিওর’ হাওয়ার কারণে চামরোলা স্টেশনের কাছে প্রায় ৩ ঘণ্টা দাঁড়িয়ে থাকে।
আরও পড়ুনঃবন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন
উত্তর রেলের প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়রের পরামর্শে ট্রেনের ইঞ্জিনিয়ররা ট্রেনের গতিবেগ কমিয়ে ঘণ্টায় ১০ কিমি বেগে পুনরায় দিল্লির উদ্দেশ্যে ট্রেনটির যাত্রা শুরু করেন। তবে ট্রেনের গতিবেগ ৪০ কিমি প্রতি ঘণ্টার বেশি তোলা যাবে না বলে জানান ইঞ্জিনিয়াররা।
(ফিচার ছবি-https://twitter.com/DailyWorldChd/status/1096712887505104896?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584