নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রবিবার অনুষ্ঠিত হলো ফালাকাটা ব্লকের আটমাইলে উত্তর বাংলা নবাগত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ভাওয়াইয়া সঙ্গীত কর্মশালা।এই কর্মশালা পরিচালনা করে ফালাকাটা ব্লক সমব্যাথী সংস্থা (স্বেচ্ছাসেবী)।
সংশ্লিষ্ট সংস্থার সম্পাদক মোজাফফর হোসেন জানান, “আমাদের এই সমব্যাথী কর্মশালা সংস্থার মাধ্যমে ভাওয়াইয়া সঙ্গীত শিখতে খুব ইচ্ছুক শিল্পীদের সেটা শিখানো।সাধারণত অনেকেই আছেন পয়সার অভাবে শিখতে পারছেন না সেদিকে আমরা নজর দিয়ে এই কর্মসূচি কে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি প্রতি মাসে ফ্রী-তে একটি করে ভাওয়াইয়া শিল্পীদের জন্য কর্মশালা করবার ।”
আরও পড়ুনঃ কোচবিহার ব্লক ভাওয়াইয়া উৎসবের সূচনা
সমব্যাথী সংস্থা সহ সভাপতি নূরবক্ত বসুনিয়া জানান, ফালাকাটা ব্লকের ভাওইয়া সঙ্গীত শিল্পীদের নিয়ে প্রত্যেক মাসে একটি করে কর্মশালা করা হবে।বিভিন্ন অঞ্চলের শিল্পীরা যাতে শিক্ষা পায় সেদিকে নজর দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584