নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়াকে ঘেরাও করে, তাঁরই কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি ছিল, ছাত্রাবাসের পুরনো কর্মীদের ফিরিয়ে আনতে হবে, ক্যাম্পাসে লিঙ্গবৈষম্য দূর করতে হবে, পাশাপাশি ছাত্রাবাসের মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
সূত্রের খবর, সোমবার দুপুর ২ টো থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল হিন্দু হোস্টেলের পাঁচটি ওয়ার্ডের মধ্যে তিনটির মেরামতির কাজ শেষ করতে হবে এবং হোস্টেলের বরখাস্ত হওয়া ৮ কর্মীকে কাজে পুনরায় নিয়োগ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকদের দাবি উপাচার্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার কথা ভাবেননি এবং অত্যন্ত ধৈর্য্যের সাথে পরিস্থিতি সামলেছেন।
বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দল আইসি-র এক সদস্য শুভ বিশ্বাস জানিয়েছেন, যতক্ষণ না উপাচার্য তাদের দাবিগুলির পরিপ্রেক্ষিতে একটি লিখিত আশ্বাস দেবেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে।
জানা যায়, সরস্বতী পুজোর দিন ক্যাম্পাসে ছাত্ররা ঢুকতে পারলেও, ছাত্রীদের গেট থেকেই বেরিয়ে যেতে বলা হয়। পড়ুয়াদের দাবি এই ঘটনার জন্যও উপাচার্যকে দুঃখপ্রকাশ করতে হবে।
আরও পড়ুনঃ যাদবপুরের ঘটনার পুনরাবৃত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, রাজ্যপালকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ সমাবর্তনে
বিক্ষোভকারীদের দাবি, হিন্দু হোস্টেলের ৩,৪,৫ নং ওয়ার্ড মেরামতি করার জন্য ফাঁকা করতে বলা হয়েছিল কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও সমস্যার সমাধান হয়নি। পাশাপাশি ২৯ জানুয়ারির একটি অনুষ্ঠানকে ঘিরে এমনভাবে লিঙ্গবৈষম্য করা হয়েছে, তার জন্য লোহিয়ার দুঃখপ্রকাশ করা উচিত বলে দাবি পড়ুয়াদের।
বিশ্ববিদ্যালয়ের ডিন অরুণ মাইতির দাবি, পড়ুয়াদের সমস্যা নিয়ে তিনি সবসময়ই উপাচার্যের সাথে আলোচনার পথ খোলা রেখেছেন। কিন্তু পড়ুয়ারা এর উল্টো কথাই বলে এসেছে হামেশা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584