অত্যাধিক বৃষ্টিতে অগ্নিমূল্য বাজার, পকেটে টান বাঙালির

0
102

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

একনাগাড়ে বৃষ্টিতে ঊর্ধ্বমুখী বাজার দর! লাগাতার বর্ষায় ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ফসলের। ফলে দাম বেড়েছে শাক-সবজির।

vegetable market | newsfront.co
ফাইল চিত্র

আজকের বাজারদর অনুযায়ী, প্রতি কিলো জ্যোতি আলু ১৪-১৭ টাকা, চন্দ্রমুখী আলু ১৮-২০ টাকা, পেঁয়াজ ৪০-৪৫ টাকা, ১ কিলো আদা ১০০ টাকা, ১ কিলো কাঁচালঙ্কা ১০০ টাকা। কিলো প্রতি ঢ্যাঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, সজনে ডাঁটা ১০০ টাকা। বাঁধাকপি ১০-১৫ টাকা, কাঁচা আম ৪০ টাকা কিলো, শিম ২৫-৩০ টাকা, চিচিঙ্গা ও শসা ৪০ টাকা কিলো।

আরও পড়ুনঃ ‘রাজনীতির কারণে ইস্পাত কাঠামোয় মরচে পড়েছে’, দাজিলিংয়ের জেলাশাসক ও পুলিশ সুপারকে জবাব তলব রাজ্যপালের

অপরদিকে এক কেজি চিকেন গোটা ১১০-১৩০ টাকা, কাটা ১৬০-১৮০ টাকা; মাটন ৬৫০-৭২০ টাকা। এদিকে মাছে ভাতে বাঙালি, পাতে মাছ না থাকলে মন ভরে না! লকডাউনে টান পড়েছে মাছের জোগানেও। এক কেজি রুই মাছ গোটা ১৮০-২০০ টাকা, কাটা ২২০-২৫০ টাকা; কাতলা মাছ গোটা ২৫০-২৮০ টাকা, কাটা ৩২০-৩৬০ টাকা; ভেটকি মাছ ৪৫০-৫০০ টাকা, ৬০০ গ্ৰাম-১কেজি ইলিশের দাম ৮৫০-১২০০ টাকা, গলদা চিংড়ি ৪০০-৪৫০ টাকা, বাগদা চিংড়ি ৫৫০-৭০০ টাকা, পাবদা ৩০০-৪০০ টাকা,ট্যাংরা ১৫০-২০০ টাকা, তেলাপিয়া ১২০-১৫০ টাকা, পারসে ২৫০-৩৫০ টাকা, মৌরোলা ৪০০ টাকা।

আরও পড়ুনঃ বাড়ল উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের নম্বর জমা দেওয়ার সময়সীমা, ঘোষণা সংসদের

বাজার দর বাড়ার ফলে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। তার ওপর লকডাউনে কাজ না থাকায় পকেটেও টান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here