টাটকা রাখতে ড্রেনের জলে ধনেপাতা ধুচ্ছেন সবজি বিক্রেতা! ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন

0
71

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

জলে ভেজালে নাকি টাটকা থাকে সবজি। আর তাই সবজিতে জল ছেটাতে দেখা যান বিক্রেতারা। কিন্তু তা বলে নর্দমার জলে সবজি চুবিয়ে দেবেন বিক্রেতা! এমনটা আবার হয় নাকি? আজ্ঞে হ্যাঁ। আগে না হলেও এখন এমনটাও হয়। সম্প্রতি ভাইরাল হওয়া ভোপালের একটি ভিডিও দেখে অন্তত এ বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। সেটি দেখে মনে হচ্ছে খুব ভোর বা রাতের দিকের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক সবজি বিক্রেতা রাস্তার পাশে বস্তার উপরে ধনেপাতা রেখেছেন। সেই ধনেপাতার আঁটিগুলিকেই রাস্তার পাশের নর্দমার জলে চুবিয়ে নিয়ে ফের আরেকটি বস্তার উপরে রাখছেন।

Bhopal vegetables seller Viral Video
ছবি সৌজন্যে : টুইটার

যিনি এই ভিডিওটি করেছেন তাঁকে অনেকবারই ওই সবজি বিক্রেতাকে এই কাজ করতে নিষেধ করতে দেখা গিয়েছে। কিন্তু সবজি বিক্রেতা সেসব কথা কানেই তোলেননি। ওই ভিডিওতে যিনি ভিডিও করছেন সেই ব্যক্তিকে এও বলতে শোনা গিয়েছে, ‘আপনি যে এই নোংরা জলে সবজি ধুচ্ছেন, এগুলি খেলে মানুষ তো এমনই অসুস্থ হয়ে পড়বে।’

কিন্তু তার পরেও ওই সবজি বিক্রেতার কোনও হেলদোলই দেখা যায়নি। ভোপালের এই ভিডিওটি শেয়ার করেছেন সুধীর দান্ডোটিয়া নামের এক টুইটার গ্রাহক। শুধু শেয়ার করেই থেমে থাকেননি তিনি। ভিডিও শেয়ার করে সেখানকার জেলাশাসক এবং পুলিশ কমিশনারকে ট্যাগও করেছেন সুধীর।

আরও পড়ুনঃ দিল্লির টিকরি সীমানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তিন মহিলা কৃষকের, চালক পলাতক

পরে সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই ওই সবজি বিক্রেতাকে খোঁজা শুরু করে দিয়েছে পুলিশ। ওই সবজি বিক্রেতাকে খুঁজে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জেলাশাসক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here