নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আপন মর্জিতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ইসলামপুরের সবজি বিক্রেতারা। ব্যবসায়ীদের একাংশ কোর্ট মাঠের অস্থায়ী বাজার ছেড়ে চলে এসেছেন পুরোনো জায়গায়।
লকডাউনের সময় ভিড় এড়াতে ইসলামপুর পুর প্রশাসন বাজারটি শহরের কোর্ট ময়দানে স্থানান্তর করে। কিন্তু কোথায় কী। অনেক ব্যবসায়ীই এখন কোর্ট ময়দান ছেড়ে মন্ডলপাড়ায় রাস্তার দু’পাশে দোকান করছে বলে অভিযোগ। ফলে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এই বিষয়ে ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। ইসলামপুর মাছ, মাংস, ফল ও শাকসবজি বাজার মন্ডলপাড়া ও চুড়িপট্টি এলাকায় বসত।
আরও পড়ুনঃ করোনা সচেতনতায় এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
অনেক ব্যবসায়ীর বাধানো স্থায়ী বাজারের জায়গা না মেলায় তারা বাজারের রাস্তায় দুইপাশে পসরা সাজিয়ে বসতেন। স্বাভাবিকভাবেই সবসময় সেখানে ভিড় লেগে থাকে। ভিড় এড়াতে শহরের কোর্ট ময়দানে মাছ, মাংস, ডিম, ফল, শাকসবজি বাজার স্থানান্তর করা হয়। বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় ব্যবসায়ীদের একাংশ কোর্ট ময়দানের বাজার ছেড়ে মন্ডল পাড়ার বাজারে চলে গিয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584