ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
রাজ্যে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তেলেঙ্গানা সরকার তাদের জন্য বরাদ্দ চিকিৎসা যন্ত্রপাতি অন্য রাজ্যকে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল ।
মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এতালা রাজেন্দ্র মন্তব্য করেন, “আপনাদের আইসিএমআর কতবার গাইডলাইন পরিবর্তন করেছে সে কথা ভাবুন। আমরা ১ হাজার ভেন্টিলেটর চেয়েছিলাম, কিন্তু আপনারা আমাদেরকে দিয়েছেন ৫০ টি। প্রধানমন্ত্রীর নির্দেশে আইসিএমআর কর্তৃপক্ষ আমাদের জন্য বরাদ্দ মেশিন কলকাতায় পাঠিয়েছে। ”
How many times has your ICMR changed guidelines, you must think about it. We asked for 1000 ventilators but you have given us only 50. Our machine was diverted to Kolkata by ICMR on the orders of PM. We ordered the machine but you diverted it there: Telangana Health Minister pic.twitter.com/0MXVwCi9Qv
— ANI (@ANI) June 21, 2020
তারপর তিনি আরও অভিযোগ করেন যে কেন্দ্র তেলেঙ্গানা সরকারকে করোনায় আর্থিক বা অন্য কোন সাহায্য করেনি। রাজ্য সরকার নিজে থেকে করোনা প্রাদুর্ভাব রুখেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তেলেঙ্গানায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে দু’শোর বেশি মানুষের।প্রথমদিকে করোনার প্রভাব সেরকম ছিলনা তেলেঙ্গানায়। প্রথম হাজার করোনা আক্রান্তের গণ্ডি ছাড়াতে সময় লেগেছিল ৫৭ দিন। পরের ১০০০ পার হতে সময় লাগে ১ মাস। তারপর ১ সপ্তাহের মধ্যেই পরবর্তী ১০০০ আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। কিন্তু ৩ রা জুনের পরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। শেষ ১৫ দিনে নতুনভাবে আক্রান্ত হয় ৩০০০ জন। গত পরশু নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৯। গতকাল সেটা বেড়ে দাঁড়ায় ৫৪৬ এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584