স্বেচ্ছা মৃত্যুতে হ‍্যাঁ সুপ্রিমকোর্টের

0
86

ওয়েবডেস্ক:-স্বেচ্ছা মৃত্যু সম্বন্ধীয় এক মামলায় আজ ঐতিহাসিক রায় দিল সুপ্রিমকোর্ট ।কেউ যদি স্বেচ্ছা মৃত্যু চান তাহলে তাকে মৃত্যুর অনুমতি দিতে হবে বলে রায় দেয়  সর্বোচ্চ আদালত। তবে এক্ষেত্রে আবেদনকারীকে গাইডলাইন মেনে মৃত্যুর অনুমতি চাইতে হবে।

‘সম্মানজনক মৃত্যু জীবনের অধিকার’ বলে শুক্রবার সর্বোচ্চ আদালতে মন্তব্য করার পরেই এই রায় ঘোষণা করা হয়।এ বিষয়ে উপযুক্ত আইন প্রণয়নেরও নির্দেশ দেয়া হয়েছে সরকারকে। পাশাপাশি স্বেচ্ছামৃত্যু নিয়ে আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই গাইডলাইনই বহাল থাকবে বলেও জানানো হয়েছে ।যত দিন পর্যন্ত স্বেচ্ছামৃত্যু বিষয়ে নির্ধারিত কোনো নতুন আইন প্রণয়ন করা না হবে, তত দিন পর্যন্ত গাইডলাইন মেনে স্বেচ্ছামৃত্যুতে সম্মতি দেয় আদালত। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার বলেছেন সম্মানজনক মৃত্যু অনুমোদনযোগ্য।সুস্থ মস্তিষ্কে একজন মানুষ স্বেচ্ছামৃত্যুর জন্য আগে থেকেই অনুমতি চেয়ে রাখতে হবে। যদি তিনি কখনো তেমন কোনো পরিস্থিতি পড়েন তখন তাকে স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতে হলে রাষ্ট্র যেন অনুমতি দেয়। গুরুতর অসুস্থতা বা যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে যে কারো পরিবারের সদস্যরা বা বন্ধুবান্ধব তাদের হয়ে স্বেচ্ছামৃত্যুর অগ্রিম আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই হাসপাতাল বা চিকিৎসকদেরও মতামত থাকতে হবে।

সুপ্রিমকোর্টের গাইডলাইন অনুযায়ী, একজন অসুস্থ ব্যক্তির পরিবারের সদস্য বা তার বন্ধুবান্ধব উচ্চ আদালতে তার স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন জানালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। তারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here