সতীত্ব পরীক্ষা যৌন অপরাধ !

0
101

ওয়েবডেস্কঃ

এবার থেকে সতীত্ব পরীক্ষা যৌন অপরাধ হিসেবে গণ্য হবে এবং ঘটনায় জড়িতদের  সাজা পেতে হবে।

মহারাষ্ট্রের কঞ্জরভাট জনজাতির মধ্যে বিগত প্রায় ৪০০ বছর ধরে প্রচলিত একটি প্রথা অনুযায়ী বিয়ের আগে হবু স্ত্রীর কুমারীত্ব বা সতীত্ব পরীক্ষা দিতে হয় সমাজের মানুষের কাছে, তাও আবার এক নির্লজ্জ প্রক্রিয়ার মাধ্যমে।

আর এই প্রথাকে সমূলে দমন করতে উদ্যোগ নেয় কঞ্জরভাট জনজাতির অন্যতম সদস্য বিবেক তমাইচিকর সহ আরও ৭৪ জন । তিনি নিজে এই প্রথার বাইরে গিয়ে তার স্ত্রীকে বিয়ে করেছিলেন । সমাজের বুক থেকে এই প্রথাকে সমূলে দমন করতে শুরু হয়  সংগ্রাম।

এবার সেই লড়াইকে মান্যতা দিয়ে  নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র সরকার। বুধবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রঞ্জিত পাতিল  কঞ্জরভাট জনজাতি সহ অনন্য বেশ কয়েকটি জনজাতির সঙ্গে এই প্রথা বন্ধ নিয়ে বৈঠক করেন । বৈঠক শেষে মন্ত্রী জানান এরপর থেকে কোন নারীর কুমারীত্ব পরীক্ষা নিলে আইনত শাস্তি প্রদান করা হবে।

(ছবি সৌজন্যে-মুম্বাই মিরর)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here