ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
চণ্ডীগড়ে ধর্ষণের শিকার দশ বছরের শিশুটি কন্যাসন্তানের মা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে শারীরিক দিক ও ঝুঁকি বিবেচনা করে শিশুটির গর্ভপাত করার আবেদন গত মাসে নাকচ করে দেন সুপ্রিম কোর্ট।
আজ সকালেই শিশুটি চণ্ডীগড়ের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয়।শিশুটি ও তার সদ্য প্রসব করা কণ্যাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।সদ্য জন্ম নেওয়া শিশুটির ওজন দুই দশমিক দুই কেজি বলে জানা গেছে।
শিশুটিকে তার এক নিকট আত্মীয় একাধিকবার ধর্ষণ করে। একাধিকবার ধর্ষণের শিকার হলেও শিশুটি ভয়ে এ ঘটনা কাউকে জানায়নি। দুই সপ্তাহ আগে পেটের তীব্র ব্যথা নিয়ে মা-বাবা তাকে চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করে বলেন, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তার শরীর সন্তান ধারণের জন্য মোটেও উপযুক্ত ছিলনা- এ কারণে শিশুটিকে বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে গর্ভপাত করানোর জন্য আদালতে আবেদন করেন শিশুটির মা-বাবা। কিন্তু আদালত ওই আবেদন নাকচ করে দেন। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। গত ২৮ জুলাই শিশুটির পরিবারের গর্ভপাত করার আবেদন নাকচ করে দেন সুপ্রিম কোর্টও যেহেতু
ভারতে আইন অনুযায়ী, অন্তঃসত্ত্বা হওয়ার কুড়ি সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ।(BBC)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584