নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগের চেয়ে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এখন আর জ্বর নেই। গতকাল থেকে সাড়া দিচ্ছেন তিনি (রিফ্লেক্স রেসপন্স)। আওয়াজ শুনে প্রতিক্রিয়াও দিচ্ছেন। চোখও খুলেছেন। অশীতিপর অভিনেতার এই অবস্থার পরিবর্তন যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসকরা। ইনফেকশনও অনেকখানি কাটিয়ে উঠেছেন। তবে একদিন অন্তর সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস চলছে।
বেলভিউ নার্সিংহোমের পক্ষ থেকে চিকিৎসক অরিন্দম কর জানান, ‘কিছুটা উন্নতি ঘটেছে। আগের চেয়ে সচেতনতা বেড়েছে ওনার। ১০ থেকে ১১-র মধ্যে রয়েছে সচেতনতা (গ্লাসগো কোমা স্কেলের সূচকে)। স্বাভাবিকভাবে চোখ খুলছেন। ১ লিটারের মতো মূত্রত্যাগ করেছেন। একদিন অন্তর ডায়ালিসিস চলছে।
আরও পড়ুনঃ গোয়ায় অশ্লীল ভিডিও শুট, পুলিশের জালে আটক মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে
কিডনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। ইনফেকশন আগের চেয়ে ভালো অবস্থায় আছে। শরীরে জ্বর নেই। অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হবে। অ্যানিমিয়াও স্থিতিশীল। লিভারের কার্যক্ষমতাও ঠিকঠাক।“
আরও পড়ুনঃ সুখবর দিলেন রাজার রানি মধুবনী
এই মুহূর্তে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ওই চিকিৎসক বলেন, ‘‘আশাকরি খুব শীঘ্রই ওঁর কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে ক্ষেত্রে আর ডায়ালিসিস করার প্রয়োজন পড়বে না। সংক্রমণও আগের চেয়ে অনেকটা সেরে গিয়েছে। শরীরে জ্বর নেই। অ্যানিমিয়া স্থিতিশীল। আজ রক্ত দেওয়া হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করে দেব।“
এক-সপ্তাহ আগে পর্যন্ত সৌমিত্রের যে অবস্থা ছিল, তার চেয়ে সৌমিত্রর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। এখন সঙ্কট অনেকটাই কাটিয়ে উঠেছেন অভিনেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584