নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রয়াত আবৃত্তিকার গৌরী ঘোষ। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন গৌরী ঘোষ। নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে ছিলেন শেষ কয়েকদিন। গৌরি ঘোষের প্রয়ানে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
শোক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশিষ্ট বাচিকশিল্পী গৌরী ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপিকা-ঘোষিকা হিসাবে কাজ করছেন। পশ্চিমবঙ্গ কবিতা অ্যাকাডেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে ‘কাজী সব্যসাচী সম্মান’ প্রদান করে। তাঁর প্রয়াণ সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি গৌরী ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
আরও পড়ুনঃ ১ সেপ্টেম্বর হরিয়ানায় পুনরায় খুলছে স্কুলের দরজা
দীর্ঘদিন আকাশবাণীতে রেডিও উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন তিনি। আবৃত্তি জগতে ঘোষ দম্পত্তি জুটি হিসেবে অসম্ভব জনপ্রিয়তা অর্জন ক্রেছিলেন। স্বামি-স্ত্রী পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ আবৃত্তি শিল্পের জগতের মহীরুহ। গৌরি ঘোষের প্রয়ানে শোকস্তব্ধ বাচিক শিল্পী মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584