নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উলঙ্গ রাজার সামনে শিশুকে দাঁড় করিয়ে তার নগ্নতা নিয়ে প্রশ্ন তোলার স্পর্ধা দেখানো কলম থেমে গেল এমন একটা দিনে যেদিন যীশুর জন্ম দিন।সারা দেশ জুড়ে যখন বড়দিনের উৎসব পালিত হচ্ছে তখন চলে গেলেন কলকাতার যীশু’র রচয়িতা কবি নীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভোগার পর মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ মুকুন্দপুরের এক বেসরকারী হাসপাতালে ৯৪ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
জন্ম ১৯২৪ সালের ১৯শে অক্টোবর ওপার বাংলার ফরিদপুরে। সেখানে শৈশব অতিক্রান্তের পর চলে আসেন কলকাতায়।সেন্টপলসে পড়াশোনার পর শুরু করেন সাংবাদিকতা ও লেখালিখি।
১৯৭৪ সালে উল্লঙ্গ রাজা’র জন্য পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার।
‘কলকাতার যিশু’, ‘উলঙ্গ রাজা’, ‘বাতাসি’, ‘অন্ধকার বারান্দা’, ‘নিরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’, ‘আজ সকালে’ ইত্যাদি তাঁর সৃষ্টির অন্যতম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584