নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
হনুমান জয়ন্তীর মিছিলে দিল্লির জাহাঙ্গীরপুরীর সংঘর্ষে তাদের কোন কর্মীকে জড়ালে দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করবে বিশ্ব হিন্দু পরিষদ, এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংগঠনের তরফে। ঘটনার সূত্রপাত, এই সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি সংগঠনের বিরুদ্ধে এফআইআর রুজু করে ও জানায় হনুমান জয়ন্তীর মিছিল বের করার যথাযথ অনুমতি ছিলনা সংগঠনের। এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় ধৃতের নাম প্রেম শর্মা ও তিনি স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদ নেতা। যদিও পরে পুলিশ সেই বক্তব্য থেকে পরে সরে আসে এবং জানায় ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় (জামিন যোগ্য) মামলা দায়ের হয়েছে। পরের বার আর বিশ্ব হিন্দু পরিষদের নাম উল্লেখ করেনি পুলিশ।
এরপরেই দিল্লি পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন ভিএইচপি-র জাতীয় মুখপাত্র বিনোদ বনশাল। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, “ আমরা জানতে পেরেছি যে ভিএইচপি ও বজরং দলের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ এমনকি একজনকে গ্রেপ্তারও করেছে। মস্ত বড় ভুল করেছে পুলিশ।“ পুলিশের দাবি নস্যাৎ করে দিয়ে বনশাল বলেন, “মিছিলের অনুমতি ছিলনা এমনটা হতেই পারে না। যা বোঝা যাচ্ছে পুলিশ ‘জিহাদি’দের কাছে মাথা নিচু করেছে।
আরও পড়ুনঃ অ্যামওয়ে ইন্ডিয়ার ৭৫৭ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করলো ইডি
বনশাল আরও বলেন,” ভিএইচপি এমন একটি সংগঠন যেটি সর্বদাই দেশের আইন মেনে চলে। কিন্তু আমাদের একজন কর্মীকেও যদি পুলিশ ভুয়ো মামলায় গ্রেপ্তার করে তাহলে বিশ্ব হিন্দু পরিষদ পুলিশের বিরুদ্ধে যুদ্ধে নামবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584