ঘেরাওয়ে অতিষ্ঠ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পদত্যাগের ইচ্ছা প্রকাশ

0
62

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বারবার ঘেরাও হয়ে অতিষ্ঠ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তাই নিজের পদ থেকে পদত্যাগ করতে চান বলে খবর। শুধু তিনি একা নন সঙ্গে দুই জন সহ উপাচার্যও একই কারণে ইস্তফার পক্ষে বলে জানা গেছে।

Jadavpur University | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে বার বার ঘেরাও হবে কেন, সেই প্রশ্ন তুলে সমালোচনা চলছে শিক্ষা-সহ বিভিন্ন শিবিরে। তা সত্ত্বেও বুধবার ফের ঘেরাও চলে বেশি রাত পর্যন্ত। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, ইস্তফা দিতে চেয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস এবং দুই সহ-উপাচার্য।

আরও পড়ুনঃ রবির মেজদা মোদীর ভাষণে বড়দা- কটাক্ষ ব্রাত্যর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানান,‘‘ছাত্রছাত্রীদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে অনলাইনের বদলে ক্যাম্পাসে বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যে-ভাবে আবার ঘেরাও করা হল, তা বিশ্বাসভঙ্গের নামান্তর। আমরা তিন জন এই পরিস্থিতিতে আর পদে থাকতে চাইছি না। সহকর্মীদের তা জানিয়েও দিয়েছি।”

করোনার মধ্যে ঘেরাওয়ের নতুন পর্ব শুরু করে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ (ফেটসু)। ভর্তিতে অনিয়ম, পরীক্ষায় অসঙ্গতি এবং ফলপ্রকাশে দেরির অভিযোগে ৯ ডিসেম্বর তারা সহ-উপাচার্য এবং অন্য কর্তাদের ঘেরাও করে। তারও পরে ফের ঘেরাও হয় ১৬ ডিসেম্বর।

আরও পড়ুনঃ কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্কচ অ্যাওয়ার্ড প্রাপ্তি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের

ভর্তি,পরীক্ষা এবং ফলপ্রকাশের অনলাইন প্রক্রিয়া (জুমস) ঢেলে সাজাতে একটি কমিটি গড়া হয়। সেই কমিটির বৈঠক চলাকালীন ফেটসু ঘেরাও করায় শিক্ষক সমিতি (জুটা) জানায়, তারা আর ক্যাম্পাসে গিয়ে ওই কমিটির বৈঠকে যোগ দেবে না। তবে তারা অনলাইনে বৈঠকে যোগ দিতে রাজি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ঘেরাওয়ের আশঙ্কায় শীর্ষ কর্তাদের কেউই প্রায় ক্যাম্পাসে যাচ্ছিলেন না।

ফেটসুর দাবি, শিক্ষকেরা অনলাইনে যোগ দিলেও কর্তৃপক্ষকে ক্যাম্পাসে এসে বৈঠক করতে হবে। এ দিন সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, চার বিভাগীয় ডিন এবং কয়েক জন শিক্ষক ক্যাম্পাসে তিন ছাত্র সংসদের সঙ্গে জুমস কমিটির বৈঠকে বসেন।

উপাচার্য-সহ কয়েক জন যোগ দেন অনলাইনে। বেলা ২টো থেকে রাত ৯টা পর্যন্ত বৈঠকের পরে ছাত্রেরা বলেন, সমস্যা মেটেনি। বৈঠক-কক্ষে ঘেরাও শুরু হয়। ক্ষুব্ধ চিরঞ্জীববাবুরা এক সময় বেরিয়ে আসেন। তখন খোলা আকাশের নীচেই ঘেরাও চলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here