ভূয়ো শাংসাপত্র কান্ডে অভিযোগে দোষী সাব্যস্ত বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য,অধ্যাপিকা,কর্মসচিব

0
165

পিয়ালী দাস, বীরভূমঃ

Vice Chancellor of Visva-Bharati convicted the charges of fake certificate
ফাইল চিত্র

ভুয়ো শংসাপত্র দিয়ে চাকরির অপরাধে দীর্ঘ ১৫ বছর পর আদালতে দোষী সাব্যস্ত বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা,মূল অভিযুক্ত অধ্যাপিকা মুক্তি দেব ও কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায়।মঙ্গলবার তাঁদের দোষী সাব্যস্ত করে বোলপুর মহকুমা আদালত।

অভিযোগ,সেসময় মুক্তি দেবী নামে মহিলার নিয়োগ নিয়েই জল্পনা তৈরি হয়।অভিযোগ, মুক্তি ভুয়ো শংসাপত্র দেখিয়ে অধ্যাপক পদে চাকরিতে যোগ দিয়েছেন।তাঁর ভুয়ো শংসাপত্রে স্বাক্ষর করেছিলেন তৎকালীন উপাচার্য দিলীপ সিনহা ও কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায়।তা নিয়েই বিতর্ক দানা বাঁধে।আগামীকাল বিচারপতি অরবিন্দ মিশ্রা শাস্তি ঘোষণা করবেন ।

আরও পড়ুনঃ বিশ্বভারতীতে লুঙ্গি ডান্সের বিরুদ্ধে জারি বিজ্ঞপ্তি নয়া উপাচার্যের

প্রায় ১৫ বছর আগে ২০০৪ সালের মে মাসে বিশ্বভারতী বোলপুর থানায় অভিযোগ করেছিল,সদ্য নিয়োগ পাওয়া গণিত শিক্ষিকা মুক্তি দেবী শিক্ষা কর্মজীবনের যথাযথ নথিপত্র পেশ না করে গণিত বিভাগের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তদন্তের জন্য ২০০৪ সালের জুন মাসে পুলিশ গ্রেফতার করে মুক্তি দেবী ও দিলীপ সিনহাকে।পরে অভিযুক্তদেরকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত হয় । এর বেশ কিছুদিন পর দিলীপ মুখার্জীকে গ্রেপ্তার করা হয়।
মুক্তি দেবী শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন,এরপর মৌখিক পরীক্ষায় অন্যের যাবতীয় শংসাপত্র নকল করে তা নিজের নামে চালিয়ে ভুয়োভাবে পেশ করেন তিনি।এর মধ্যে বিএসসি, এমএসসির শংসাপত্রও ছিল। সেইসব পাশ করার শংসাপত্রের তিনি নকল ফটোকপি তৈরি করেন।

মুক্তি দেবী জানুয়ারী মাসের ১৯৯৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিএসসি ও এমএসসি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমফিলের ‘জাল’ শংসাপত্রের ফটোকপি সহ বিশ্বভারতীতে এই পদের জন্য আবেদন করেছিল। বিশ্বভারতী সূত্রে জানা যাচ্ছে , কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার শংসাপত্রের ফটোকপিগুলি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক রাশবিহারী পদে থাকাকালীন তৎকালীন দিলীপ সিনহার সহি ছিল।

২০০৫ সালের মার্চ মাসে সি.আই.ডি বোলপুর আদালতে তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা
করেছিল।রাজ্য পুলিশের সি.আই.ডি ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৬৯, ৪৭১, ৪৭৪ ধারায় মামলা করেছিল ।
বুধবার আদালতে বিচারক তাদের দোষী সাব্যস্ত করার পর পুলিশ জাল শংসাপত্র অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়।সিআইডির বিশেষ পাবলিক প্রসিকিউটর নবকুমার ঘোষ জানান , বিচারপতি অরবিন্দ মিশ্র তিনজনকে দোষী সাব্যস্ত করেছেন।আগামীকাল তিনি শাস্তি ঘোষণা করবেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here