পিয়ালী দাস, বীরভূমঃ
ছাত্র-ছাত্রীদের ভয়ে কার্যত ঘরবন্দি উপাচার্য। এমনই দৃশ্য দেখা যাচ্ছে বিশ্বভারতীতে। শুক্রবার সকালে বিশ্বভারতীর পড়ুয়ারা একাধিক দাবি নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিতে যায়। কিন্তু, উপাচার্যের অফিসের ঢোকার মুখে তালা লাগানো দেখে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি, বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে ভয় পেয়েছেন সেই কারণে নিজেকে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সবসময় আড়াল করে রাখতে চাইছেন।
সঙ্গীত ভবনের ছাত্রী রুপা চক্রবর্তী জানিয়েছেন, দুদিন আগে বিশ্বভারতীতে বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত সহ বীরভূমের বিজেপির বেশ কয়েকজন লেঠেল বাহিনী নেতা নিয়ে উপাচার্য যে রাজনৈতিক সভা করেছেন সে বিষয়ে এবং বিশ্বভারতীতে ছাত্র-ছাত্রীদের একাধিক সমস্যার উল্লেখ করে একটি স্মারকলিপি শুক্রবার সকালে জমা দিতে যাই, কিন্তু উপাচার্যের অফিসের সামনে পৌঁছতেই নিরাপত্তাকর্মীরা জানিয়ে দেয় উপাচার্য নির্দেশ দিয়েছেন গেটে তালা লাগিয়ে দিতে এবং কেউ যাতে উপাচার্যের অফিসে প্রবেশ না করতে পারে। অবশেষে আমরা কার্যত বাধ্য হয়ে বিশ্বভারতীর অন্য আধিকারিকের কাছে আমাদের স্মারকলিপি জমা দিই।
ছাত্রনেতা সোমনাথ বলে, উপাচার্য খুব ভালো করে জানেন তিনি বিশ্বভারতীতে উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যা যা করেছেন সেগুলি সমস্ত নিয়মবহির্ভূত এবং বিশ্বভারতীর ঐতিহ্য বিপরীতমুখী। তাই তিনি এখন নিজেকে ঘরবন্দি রেখে ছাত্রদের কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইছেন কিন্তু এভাবে বেশিদিন তিনি নিজেকে ঘর বন্দী করে রাখতে পারবেন না। কারণ বিশ্বভারতী জুড়ে যে হারে উপাচার্যের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ গড়ে উঠছে তাতে বিশ্বভারতী ছেড়ে ওনার চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584