নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
করোনা আক্রান্তদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়া শিলিগুড়ির মহিলা টোটো চালক মুনমুন সরকারের কাজের প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। রবিবার তিনি মুনমুনের ছবি দিয়ে টুইট করেন।
সেই টুইট বার্তায় জানান করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার যে কাজ মুনমুন করছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই রকম নিঃস্বার্থ কাজ অন্যদের জন্য নজির হতে পারে। টুইটের কথা জানতে পেরে আপ্লুত মুনমুন সরকার।
पश्चिम बंगाल के सिलीगुड़ी की श्रीमती मुनमुन सरकार कोविड 19 से संक्रमित मरीज़ों को अपने ई रिक्शा से निःशुल्क अस्पताल पहुंचाती हैं। तमाम कठिनाइयों के बावजूद आपकी निःस्वार्थ मानव सेवा, समाज के लिए अनुकरणीय उदाहरण है। मेरी शुभकामनाएं।https://t.co/vv9jNQTPRZ
— Vice President of India (@VPSecretariat) September 12, 2020
তিনি বলেন যে আমি ভাবতেই পারছি না। আমার খুব গর্ব হচ্ছে এবং এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায়না। অপরদিকে এই করোনা সংকটে যখন করোনা সংক্রমিতদের থেকে তাদের আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিচ্ছে।
আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তায় জোর! কলকাতা পুলিশের ৯ ডিভিশনেই সাইবার ল্যাব খুলছে লালবাজার
তখন ডাক পেলেই টোটো নিয়ে রোগী কে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন মুনমুন সরকার। নিজের চিন্তা না করে ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে রোগীর সেবায় পৌঁছে যান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584