নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আজ, বৃহস্পতিবার থেকে খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যান, তবে করোনার কারণে থাকছে বেশ কিছু বিধিনিষেধ।
উদ্যান প্রতিদিন সকাল ৬টা-৯টা তবে উদ্যানে প্রবেশ করতে গেলে করোনা প্রতিষেধকের দুটি ডোজ় নেওয়ার শংসাপত্র দেখাতে হবে তবেই মিলবে প্রবেশের অনুমতি, জানিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিউরেটর ও সেক্রেটারি জয়ন্ত সেনগুপ্ত। তবে উদ্যান খুললেও মিউজিয়ামের গ্যালারি আপাতত বন্ধই থাকবে। উদ্যানে প্রবেশের পরে মানতে হবে করোনা বিধি অর্থাৎ পরতে হবে মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
কাউন্টার থেকে টিকিট কাটার ব্যবস্থা এখনও চালু করা হয়নি, তাই ‘বুকমাইশো’ ওয়েবসাইট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ সকাল ৬টা-৯টার মধ্যে টিকিট কাটতে হবে। এ ছাড়া উদ্যানে প্রবেশের জন্য যাঁদের অ্যানুয়াল পাস রয়েছে, তাঁরাও প্রবেশাধিকার পাবেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584