নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
কেন্দ্রে এসেছে মোদী সরকার।আর তার সাথে বাংলায় বিজেপির অভাবনীয় ফলাফল।সামনেই আসছে বিধানসভা ভোট।আর এই লক্ষ্যকে পাখির চোখ করে সারা বাংলায় এখন থেকেই পথে নেমেছে গেরুয়া সমর্থকেরা।
রাজ্যের তৃনমূল সরকারকে হঠানোর জন্য রাজ্যের সর্বত্রই এখন দলবদলের হিড়িকও পড়ে গেছে।লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বেশ উজ্জীবিত গেরুয়া শিবির।তাই রাজ্যের সর্বত্র এখন উৎসবের মেজাজে গেরুয়া সমর্থকেরা।তাই এখনও বিভিন্ন জায়গায় চলছে দ্বিতীয় মোদী সরকারের পুনপ্রতিষ্ঠা করার জন্য জনসাধারনকে লাড্ডু বিলোনো।
বিভিন্ন জায়গার মতো শুক্রবারও পূর্ব মেদিনীপুরের কোলাঘাট মন্ডলের খন্যাডিহি গ্রামপঞ্চায়েতের কিসমত খয়রা গ্রামে সকাল থেকে চললো পরিশ্রুত জল ও লাড্ডু বিতরন।
আরও পড়ুনঃ বিজয় মিছিল বিজেপির
এদিন সকাল থেকে পথচলতি মানুষদের জল ও মিষ্টিমুখ করা হয়।তমলুক লোকসভায় তৃনমূল জয়লাভ করলেও বিজেপি যথেষ্ট ভালোই ফলাফল করেছে।তাই বিজেপি কর্মীদের আশা বিধানসভ বিধানসভা ভোটে ধরাশায়ি হবে শাসকদল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584