শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্ক:
পুরভোটের দামামা বেজে গিয়েছে হাওড়া ও কলকাতায়। আগামী কয়েকদিনের মধ্যেই হয়ত দিন ঘোষণা হবে পুরভোটের। আর ঠিক এই সময়েই একটি ভিডিও ক্লিপ ঘিরে রবিবার তোলপাড় রাজ্য রাজনীতি।
ঐ ভিডিও ক্লিপটিতে আসন্ন পুরভোটে এক লক্ষ টাকার বিনিময়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিজেপি-র টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে জনৈক প্রীতম সরকারকে। তিনি নিজেকে বিজেপি শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ বলেই দাবি করেছেন সেখানে। এমনকি তাঁকে বলতে শোনা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করে তিনি টিকিট পাওয়ার ব্যবস্থা করে দেবেন। প্রীতম সরকারের মুখে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী ও বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী- রও।
.@BJP4Bengal is demanding 1 LAKH FOR EACH CANDIDATE.@DrSukantaBJP, is this how you collect funds for your propaganda?
SHOCKING! pic.twitter.com/mO3oBEkhHN
— All India Trinamool Congress (@AITCofficial) November 14, 2021
রবিবার তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে প্রীতম সরকার নিজেকে রাজ্য বিজেপি নেতৃত্বের ঘনিষ্ঠ বলে দাবি করেন।সঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করে কলকাতার পুরভোটে বিজেপি-র পক্ষে দক্ষিণ কলকাতা এলাকার বেশকিছু ওয়ার্ডের বিজেপি-র টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা যায়। তবে টিকিটের বিনিময়ে এক লক্ষ টাকাও দাবি করে ওই ব্যক্তি। এই ভিডিও ক্লিপ-কে দিনভর তুমুল চাপানোতর চলে তৃণমূল-বিজেপির মধ্যে।
আরও পড়ুনঃ রাজ্যসভার শূন্য দুই আসনে রাজ্যের বাইরের দুই প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে তৃণমূল কংগ্রেস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584