ওয়েবডেস্ক:-
১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষনের কারণে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আসারাম বাপুকে। বুধবার আদালতের তার রায় ঘোষণার পরেই অল্ট নিউজ খ্যাত প্রতীক সিনহা নামের এক ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আসারামের একটি পুরনো ভিডিও পোস্ট করেন। এপর্যন্ত সবই ঠিক ছিল।কিন্তু সেই পোস্টটি টুইটারে শেয়ার করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার পরেই শুরু হয় বিতর্ক। ক্রিকেট বহির্ভূত একটি বিষয় নিয়ে টুইট কি করে করতে পারে আইসিসি?-ওঠে প্রশ্ন।
পরবর্তীতে পোস্টটির জন্য ক্ষমা চায় আইসিসি।
প্রতীক সিনহা নামের সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে আসারামের পুরনো ভিডিওটির পোস্টে লেখেন ,‘নরেন্দ্র মোদি ও আসারামের কিছু পুরনো মধুর স্মৃতি সবার সঙ্গে শেয়ার করছি।’
আইসিসি ‘নারায়ন, নারায়ন’ লিখে ভিডিওটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে রি-টুইট করে। এর পরেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে উঠে নানা রকম বিতর্ক। পরবর্তীতে কিছুক্ষন পরেই পোস্টটি ডিলিট করে নতুন টুইট করে ক্ষমা চায় আইসিসি।
ক্ষমা চেয়ে আইসিসি টুইটে লেখে,‘আজ সকালে টুইটারে ক্রিকেট বহির্ভূত একটি বিষয় নিয়ে টুইট হওয়ার জন্য আইসিসি আন্তরিকভাবে দুঃখিত। অল্প সময়ের জন্য হলেও, কেউ যদি আহত হয়ে থাকেন, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584