নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC)-এর বিচারে মান উন্নয়ন হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। ৭টি মানদণ্ডের ওপর বিচারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পেয়েছে ২.৭৯ নম্বর, বেড়েছে গ্রেডও। আগে গ্রেড ছিল বি, যা এবার হয়েছে বি প্লাস প্লাস।
অপরদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পেয়েছে বি প্লাস গ্রেড, নম্বর ২.৭৫। ২০১৫ সালে বি প্লাস প্লাস গ্রেড পেয়েছিল বিশ্বভারতী। ফলে বিশ্বভারতীকে ছাপিয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার এই শিক্ষা প্রতিষ্ঠান।
গতকাল বুধবার এই ফলাফল জানিয়ে সাংবাদিক বৈঠক করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু। তিনি জানিয়েছেন, ‘অতিমারির কারণে বিশ্ববিদ্যালয়ের সমস্ত রিপোর্ট অনলাইনেই পাঠানো হয়েছিল। ৭টি মানদণ্ডের নিরিখে ২.৭৯ নম্বর পেয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গ্রেড হয়েছে বি প্লাস প্লাস। গতবার গ্রেড ছিল বি।’ তিনি আরও জানান, ‘মানোন্নতি হলেও এই ফলাফলে আত্মতুষ্টির অবকাশ নেই। আরও ভাল ফল করতে পারলে খুশি হতাম।’
আরও পড়ুনঃ বাড়ছে ওমিক্রন আতঙ্ক! বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584