ফ্লোরে ফিরছেন দুই বর্ষীয়ান

0
121

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনের জেরে শুটিং থেকে সরে গিয়েছিলেন টলিপাড়ার বহু বর্ষীয়ান অভিনেতা। তাঁদের মধ্যে দীপঙ্কর দে এবং লিলি চক্রবর্তীও রয়েছেন। তবে, এবার তাঁরা ফিরছেন ফ্লোরে।

dipankar dey | newsfront.co
দীপঙ্কর দে

৩১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ধারাবাহিক ‘বৃদ্ধাশ্রম টু’। ধারাবাহিকের অন্যতম চরিত্র যশোদা অর্থাৎ লিলি
চক্রবর্তীকে ছাড়া ধারাবাহিকটি সম্ভব নয়। আর তাই নিজের দায়িত্ববোধে স্বমহিমায় ফিরছেন অভিনেত্রী। ফ্লোরের সতর্কতা ও সুরক্ষাবিধির ব্যাপারে নিশ্চিত হয়েই তিনি কাজে ফিরছেন বলে চ্যানেল আয়োজিত ভার্চুয়াল মিটিঙে জানিয়েছেন সাংবাদিকদের।

lily chakraborty | newsfront.co
লিলি চক্রবর্তী

আরও পড়ুনঃ পাল্টে গেল বাবলি

নিজস্ব মেক আপ রুম ব্যবহার করছেন৷ চেয়ারেও লেখা থাকছে নাম। চ্যানেল এতটা যত্নশীল হওয়ায় কাজে না ফেরার কোনও কারণই দেখছেন না অভিনেত্রী। যাতায়াত করছেন চ্যানেলের গাড়িতেই।

ওদিকে শোনা যাচ্ছে দীপঙ্কর দে’কে দেখা যেতে চলেছে স্নেহাশিস চক্রবর্তীর আগামী কোনও ধারাবাহিকে। করোনার আবহে ‘যমুনা ঢাকি’তে অভিনয় করতে পারেননি দীপঙ্কর দে। ছেড়ে দিতে হয়েছে আরও বেশ কয়েকটি চরিত্রের অফার। কিন্তু আর নয়। কেজো মানুষ ফিরতে চান কাজে। ফিরবেন স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here