অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনার জন্য রঞ্জি ট্রফি এবছর করছে না বিসিসিআই। আয়োজন করা হবে বিজয় হাজারে ট্রফি। সেই মতোই জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টের নির্ঘণ্ট প্রকাশ করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, এবছর বিজয় হাজারে ট্রফি শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৪ মার্চ পর্যন্ত।
৬টি শহরের বায়ো-বাবলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ১৩ ফেব্রুয়ারির সব দলের ক্রিকেটারদের প্রবেশ করতে হবে বায়ো-বাবলে। সুরাট, ইন্দোর, বেঙ্গালুরু, কলকাতা ও জয়পুরে খেলা হবে এলিট গ্রুপের ম্যাচগুলি। প্লেট গ্রুপের ম্যাচগুলি খেলা হবে তামিলনাড়ুর একাধিক মাঠে।
প্রোটোকল অনুযায়ী বায়ো-বাবলে ঢোকার পর তিনবার করোনা টেস্ট করা হবে ক্রিকেটারদের। নক-আউটের আগে আরও তিনবার পিসিআর টেস্ট করা হবে সকলের। বাংলা দল তাঁদের ম্যাচগুলো কলকাতাতেই খেলবে তুলনা মূলক সহজ গ্রুপেই তারা।
বিজয় হাজারের গ্রুপ
এলিট গ্রুপ-এঃ গুজরাত, ছত্তিশগড়, হায়দরাবাদ, ত্রিপুরা, বরোদা ও গোয়া (খেলা হবে সুরাটে)
এলিট গ্রুপ-বিঃ তামিলনাড়ু, পঞ্জাব, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ ও অন্ধ্রপ্রদেশ (খেলা হবে ইন্দোরে)
এলিট গ্রুপ-সিঃ কর্ণাটক, উত্তরপ্রদেশ, কেরল, ওড়িশা, রেলওয়েজ ও বিহার (খেলা হবে বেঙ্গালুরুতে)
এলিট গ্রুপ-ডিঃ দিল্লি, মুম্বই, মহারাষ্ট্র, হিমাচলপ্রদেশ, রাজস্থান ও পুদুচেরি (খেলা হবে জয়পুরে)
এলিট গ্রুপ-ইঃ বাংলা, সার্ভিশেস, জম্মু কাশ্মীর,সৌরাষ্ট্র, হরিয়ানা, চন্ডিগড় (খেলা হবে কলকাতায়)
প্লেট গ্রুপঃ উত্তরাখন্ড, মেঘালয়, অসম, নাগাল্যান্ড,মনিপুর, অরুণাচল, সিকিম (খেলা চেন্নাইতে)
আরও পড়ুনঃ ক্রিকেটের বাইরে যেন সচিন ভেবেচিন্তে কথা বলেঃ শরদ পাওয়ার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584