ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
বিজেপি নেতা বিজয় জলিকে মঙ্গলবার কম্বোডিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক সামিট ২০১৯-এ পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার কাশিম শুরির কাশ্মীর নিয়ে বক্তব্যে বাধা দেওয়ায় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া সূত্রে জানা গেছে যে, কাশ্মীর নিয়ে শুরির বক্তব্যে বাধা দেওয়ায় বিজয় জলিকে সিকিউরিটি গার্ডেরা চারদিকে ঘিরে ধরে তাকে বের করে নিয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে কাশিম শুরি কাশ্মীর নিয়ে তাঁর বক্তব্যে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনছেন। সেই সময় বিজয় জলি কাসিম শুরির বক্তব্যে বাধা দিয়ে বলতে থাকেন, “এই সামিটের ইস্যুর মধ্যে কাশ্মীর নেই, এটা ঠিক না।”
BJP leader Vijay Jolly objects to Qasim Suri’s speech in Cambodia, after the deputy speaker of Pakistan National Assembly used Asia Pacific Summit’s stage to rake up Kashmir issue@VijayJollyBJP pic.twitter.com/uAzfPkHOEk
— News Nation (@NewsNationTV) November 20, 2019
তারপরই সিকিউরিটি গার্ডেরা জলিকে ঘিরে ধরে কম্বোডিয়ার পিস প্যালেসের কনফারেন্স হল থেকে বের করে দেয়।
ভারত বরাবরই দাবি করে যে কাশ্মীর দেশের আভ্যন্তরীণ বিষয়। অপরপক্ষে পাকিস্তান বরাবরই বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যুকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584