নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিজয় মালিয়া কেসের গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে গেছে খোদ সুপ্রিম কোর্ট থেকে, এই কারণে মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ২০ আগস্ট। ২০১৭ সালের একটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে।
কোর্ট বারেবারে নির্দেশ দেওয়া সত্বেও ব্যাংকের প্রাপ্য ৯ হাজার কোটি টাকা না মিটিয়ে শ্রী মালিয়া তাঁর সন্তানদের হস্তান্তরিত করেন ৪০ লক্ষ মার্কিন ডলার। এই ঘটনায় মহামান্য সুপ্রিম কোর্ট তাকে আদালত অবমাননার নোটিশ দেন।
বিচারপতি শ্রী ইউ. ইউ. ললিত ও বিচারপতি শ্রী অশোক ভূষণের বেঞ্চে মামলাটির শুনানি হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই দুই বিচারপতির বেঞ্চ মামলাটির শুনানি স্থগিত করলে জানা যায় নথিপত্রের ফাইল থেকে একটি গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ চিনা সেনা অনুপ্রবেশের তথ্য উধাও প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে
শ্রী বিজয় মালিয়া লন্ডন কোর্টে ১৪ মে তারিখে তাঁর বহি:সমর্পণ সংক্রান্ত মামলায় হেরে যান। ইউনাইটেড কিংডম সরকার তখন জানায় লিকার ব্যারণকে কবে ভারতের হাতে সমর্পণ করা হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।
এর পরবর্তীতে সুপ্রিম কোর্ট মামলার প্রধান বাদী পক্ষ ভারতীয় স্টেট ব্যাংককে জানিয়েছেন মামলার ওই নথি পুনরায় সর্বোচ্চ আদালতে জমা দিতে, তারপর শুনানি হবে আগামী ২০ আগস্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584